Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

জেলা শহরের বিশ্বরোড থেকে পশ্চিম দিকে সোনামসজিদ রোডের ৩ কি.মি. দুরে মহাসড়কের পার্শ্বে পিটিআই বাউন্ডারী সংলগ্ন  ০.৩৩ একর জমির উপর জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চাঁপাইনবাবগঞ্জ অবস্থিত। ইহা নিজস্ব  দ্বিতল ভবন এবং ১৯৯৩ সালে নির্মাণ হয়েছে।

 

জেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৭০৫টি, অনুমোদিত শিক্ষক পদ প্রধান ৭০৫, সহকারী ৩৩৩৭ এবং প্রাক-প্রাথমিক ৩৭০। সর্বমোট অনুমোদিত শিক্ষক পদ ৪৪১২ টি।

 

শিশু জরিপ ২০১৯:  জেলায় ৬+ থেকে ১০+ বয়সী শিশুর সংখ্যা ২,৩৭,৯২০ জন। ১ম থেকে ৫ম শ্রেণিতে ভর্তিকৃত ২,৩৬,৭৩০ জন। ভর্তির হার ৯৯.৫%। বিশেষ চাহিদা সম্পন্ন ৬৬৫ জন শিশুর মধ্যে তীব্রমাত্রার ভর্তির অযোগ্য ১৪০ জন।

 

পাঠ্যপুস্তক ২০১৯:  ১ জানুয়ারি ২০১৯ তারিখ আনন্দ ও উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালন করে  ভর্তিকৃতি শিক্ষার্থীদের মাঝে ৯,৮৪,৭১১ খানা পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। জেলায় পাঠ্যপুস্তকের কোন ঘাটতি ছিরণা।

 

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি ২০১৯:  জেলার ৫টি উপজেলাধীন ৪৯টি ইউনিয়ন/পৌরসভার ৭২২টি শিক্ষা প্রতিষ্ঠান উপবৃত্তির আওতাভুক্ত। উল্লেখিত প্রতিষ্ঠানে ভর্তিকৃত ১,৫৯,৫৯৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১,৪৯.৩১৯ জন ছাত্র-ছাত্রী সুবিধাভোগী।  প্রতি তিন মাস পরপর মোবাইল শিওর ক্যাশ এর মাধ্যমে  সুবিধাভোগী ছাত্র-ছাত্রীদের অর্থ প্রদান করা হচ্ছে। 

 

মার্টিমিডিয়া ক্লাস রূম:  বর্তমানে ৮৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মালিাটমিডিয়ার মাধ্যমে শ্রেী পাঠদান কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে সকল বিদ্যালয়ে বাস্তবায়ন করা হবে।

 

মিড ডে মিল:  এ জেলার ৭০০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল (টিফিন বক্সে দুপুরের খাবর আনে ওবিদ্যালয়ে খায়) চলমান। বর্তমানে ৩য় থেকে ৫ম শ্রেণির ৮৪,৫১৫ শিক্ষার্থী  এ কার্যকমের অন্তর্ভূক্ত।

 

কাবদল:  জেলার প্রতিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে ১টি বালক এবং ১টি বালিকা কাবদল গঠন  ও অনুশীলনের নিমিত্তে ৭০০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্র চলমান। বর্তমানে কাবিং বালক ৪৪৭০ এবং বালিকা ৪৪৮২।